এস.এস.সি প্রশ্ন সমাধান

রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০১৯

এস.এস.সি. পরীক্ষা-২০১৯
রসায়ন
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১। STP তে 5 gm কার্বন অক্সাইড গ্যাসের আয়তন কত?
উ: (ক) 2.55L
২। সাবানের সংকেত কোনটি?
উ: (খ) C16H33COOK
৩। চিত্রে A তড়িৎদ্বারটি কোন ধাতুর তৈরি?
উ: (গ) ক্রোমিয়াম
৪। উদ্দীপকের প্রক্রিয়া চলাকালে-
(ক) i ও ii
৫। জৈব যৌগ হলো-
উ: (ঘ) i, ii ও iii
৬। অ্যালকাইনের সাধারণত সংকেত কোনটি?
উ: (গ) CnH2n-2
৭। পানিতে অদ্রবণীয় দূষক দূর করতে কোনটি ব্যবহৃত হয়?
উ: (খ) ফিটকিরি
৮। K2O2 তে ‘K’ এর জারণ সংখ্যা কোনটি?
উ: (ক) +1
৯। কোনটি নিস্ক্রিয় ধাতু?
উ: (ক) প্লাটিনাম
১০। পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটি?
উ: (ক) সাদা
১১। সীসার আকরিক কোনটি?
উ: (খ) গ্যালেনা
১২। বিউটিনের সমাণু কোনটি?
উ: (গ) সাইক্লোবিউটেন
১৩। সিলিকনের একটি পরমাণুর ভর কত গ্রাম?
উ: (গ) 2.324 x 10-23
১৪। হার্টে পেইসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি?
উ: (ঘ) 238Pu
১৫। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি?
উ: (খ) Ca
১৬। পর্যায় সারণির ৫ম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি?
উ: (গ) 18
১৭। HCl(aq) + KOH(aq) —> KCl(aq) + H2O(l) বিক্রিয়াটি-
উ: (ঘ) i, ii ও iii
১৮। কোনটির জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী?
উ: (ঘ) তুঁতে
১৯। বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে-
উ: (খ) ii ও iii
২০। মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়?
উ: (খ) তরল ও বায়বীয়
২১। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় 9 গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন?
উ: (ঘ) 8
২২। Fe পরমাণুর নিউট্রন সংখ্যা কোনটি?
উ: (গ) 30
২৩। অক্টেনের দহনের ফলে উৎপন্ন হয়-
উ: (ক) i ও ii
২৪। A যৌগের সমাণু কোনটি?
উ: (ক) অ্যামোনিয়াম সায়ানেট
২৫। C যৌগের জলীয় দ্রবণ-
উ: (গ) ii ও iii

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
রসায়ন
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১. আয়নের দ্রবণে NaOH যোগ করলে সাদা অধঃক্ষে উৎপন্ন হয়।
উত্তর: (ঘ) Zn2+, Ca2+, Al3+
২. সোডা অ্যাশের সংকেত কি?
উত্তর: (খ) Na2CO3
৩. কোনটি আমাদের শরীরে ইলেকট্রালাইটের চাহিদা পূরণ করে?
উত্তর: (ঘ) NaCl
৪. দ্বিবন্ধন দেখা যায়-
উত্তর: (ক) অক্সিজেন অণুতে
৫. তা¤্রমলের বর্ণ-
উত্তর: (গ) সবুজ
৬. কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়?
উত্তর: (ঘ) C10H8
৭. নিচে একটি কোষ গঠন করা হলো-
উত্তর: (গ) i, ii
৮. পর্যায় সারণির মূল ভিত্তি কি?
উত্তর: (ক) ইলেকট্রন বিন্যাস
৯. 21Z মৌলটির সঠিক ইলেকট্রন বিন্যাস-
উত্তর: (ক) 1s22s22p63s23p63d14s2
১০. বজ্রপাতের কারণে কোন এসিড উৎপন্ন হয়?
উত্তর: (খ) HNO2
১১. সোডিয়ামের পারমাণবিক ভর কত?
উত্তর: (ঘ) 23
১২. ড্রাইসেলের অ্যানোড কোনটি?
উত্তর: (ক) Zn
১৩. ত্বকের ক্ষত সৃষ্টি করে নিচের কোন গ্যাসটি?
উত্তর: (ক) নাইট্রোজেন
১৪. অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির?
উত্তর: (ক) Li
১৫. ইথানলের সমাণুটি স্ফুটনাঙ্ক কত?
উত্তর: (ঘ) 78 degree C
১৬. ডেরলিনের মনোমার কোনটি?
উত্তর: (ঘ) H – CHO
১৭. উষ্ণ তাপে ব্লু-ভিট্রিয়লকে উত্তপ্ত করলে কোন বর্ণের অবশেষে পাওয়া যাবে?
উত্তর: (ঘ) সাদা
১৮. কোমল পানীয়তে কোন এসিড থাকে?
উত্তর: (খ) কার্বনিক এসিড
১৯. নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি?
উত্তর: (খ) Zn + লঘু H2SO4
২০. কোন যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা অপেক্ষাকৃত কম?
উত্তর: (ক) H2S
২১. একটি ঐ পরমাণুর প্রকৃত ভর কত?
উত্তর: (ঘ) 9.11*10-28g
২২. পানির চঐ মান কত এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক?
উত্তর: (ঘ) 4.5
২৩. অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি?
উত্তর: (গ) 1
২৪. দ্রবণে কতটি NaOH অণু দ্রবীভূত আছে?
উত্তর: (ঘ) 9.03*1023
২৫. পাত্রদ্বয়ের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে-
উত্তর: (খ) দ্রবণে 0.088g লবণ উৎপন্ন হবে

আগামী পরীক্ষাগুলোর MCQ উত্তরমালা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

Related posts

এস.এস.সি ২০১৮ এর ইংরেজি ২য় পত্র উত্তরমালা

Poralekhabd

২০১৮ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখুন – SSC Result 2018

Poralekhabd

উচ্চতর গণিত MCQ উত্তরমালা – এস.এস.সি ২০১৯৯

Poralekhabd

হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০১৯

Poralekhabd

এস.এস.সি পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ একটি রচনা বাংলা – মানবকল্যাণে বিজ্ঞান

Poralekhabd

পদার্থবিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০১৯

Poralekhabd