অনেকের প্রশ্ন ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়ে কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দেয়া যায়?
.
চলো তোমাদের সেই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। দুইটা সাব ক্যাটাগরিতে বিভক্ত এই পোষ্টটা। প্রথমটা রেজাল্ট ইমপ্রুভ হলে আর দ্বিতীয়টা রেজাল্ট ইমপ্রুভ না হলে।
রেজাল্ট ইমপ্রুভ হলেঃ
১। ফার্স্ট টাইমে ঢাবিতে ফর্ম তুললে ও রেজাল্ট ইমপ্রুভ হলেই ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে।
২। রেজাল্ট ইমপ্রুভ হলে সেকেন্ড টাইম নাই এমন সকল ভার্সিটি (যেমন: রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স) এক্সাম দেওয়া যাবে।
৩। রেজাল্ট ইমপ্রুভ হলে সেকেন্ড টাইম চালু আছে এমন সব ভার্সিটিতেও(যেম
NOTE: ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়ে রেজাল্ট প্রথমবারের চেয়েও ভালো হলো। সেক্ষেত্রে ইমপ্রুভমেন্টের রেজাল্ট কাউন্ট করা হবে।
রেজাল্ট ইমপ্রুভ না হলেঃ
১। যদি রেজাল্ট ইমপ্রুভ না হয়, তাহলে শুধুমাত্র সেকেন্ড টাইম চালু আছে এমন সব ভার্সিটিতেই এক্সাম দিতে পারবা অন্য কোথাও নয়।
NOTE: ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়ে রেজাল্ট প্রথমবারের চেয়েও খারাপ হলে প্রথমবারের রেজাল্ট ই বহাল থাকবে।